× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংলাপ

নির্বাচনের ব্যাপারে তাড়াহুড়ো নয়, আবার বেশি দেরিও নয়: হেফাজত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪ ২২:২১ পিএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪ ২২:৩৫ পিএম

নির্বাচনের ব্যাপারে তাড়াহুড়ো নয়, আবার বেশি দেরিও নয়: হেফাজত

তাড়াহুড়ো নয় আবার বেশি দেরিও নয়, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চেয়েছে হেফাজতে ইসলাম।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে শনিবার (৫ অক্টোবর) রাতে প্রতিদিনের বাংলাদেশে এমনটি বলেন হেফাজতে ইসলামভুক্ত দল খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

দুপুর আড়াইটায় রাজধানীর হেয়ার রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপিকে দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফার এ সংলাপ শুরু হয়।

সিপিবির নেতৃত্বে বাম গণতান্ত্রিক জোটের ৬ দল, গণতন্ত্র মঞ্চের ৫ দল, হেফাজতে ইসলামের ৪ দল, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ (নুর) ও এবি পার্টি এতে অংশগ্রহণ করেছে।

সংলাপ শেষে আহমদ আবদুল কাদের বলেন, ‘প্রধান উপদেষ্টা জানিয়েছেন সংস্কার কমিশনগুলো সংস্কার কাজ শেষ করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে সংস্কারের প্রস্তাবনা চূড়ান্ত করা হবে। তারপর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে।’

‘আমরা বলেছি, নির্বাচনের ব্যাপারে তাড়াহুড়ো করা যাবে না, আবার বেশি দেরিও করা যাবে না। যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচনে যাওয়াটা কল্যাণকর হবে,’ যোগ করেন তিনি।

প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা নিয়ে এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান বলেন, ‘আমরা বলেছি যে, শিক্ষা কমিশন বাতিল করা হয়েছে, এখন আরও একটি শিক্ষা কমিশন গত ৩০ সেপ্টেম্বর গঠন করা হয়েছে প্রাথমিক ও উপ আনুষ্ঠানিক শিক্ষার বিষয়ে। সেক্ষেত্রে কিছু আপত্তির জায়গা রয়েছে। এই কমিশনে এমন ব্যক্তি রয়েছে, যারা বিগত রেজিম সরকারের হয়ে কাজ করেছে।’

তিনি আরও বলেন, ‘এখানে আমাদের প্রধান উপদেষ্টার বিপক্ষে আইনি ব্যবস্থা নিয়েছেন এমন ব্যক্তিও রয়েছেন। আমরা এই বিষয়গুলোতে আরও সতর্ক থাকার কথা বলেছি। পতিত স্বৈরাচারের দোসররা যাতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে, সেটা বলেছি।’

‘এছাড়া আমাদের পক্ষ থেকে দ্রব্যমূল্যর উর্ধ্বগতি নিয়ে কথা বলেছি। বাজারমূল্য যাতে নিয়ন্ত্রণে আসে সেই বিষয়ে কথা বলেছি,’ বলেন মহাসচিব।

এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ করে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন মাওলানা শায়খ সাজেদুর রহমান, মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা আবদুল বাসেত আজাদ, মাওলানা সরোয়ার কামাল আজিজী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মহিউদ্দীন রব্বানী, ড আহমদ আবদুল কাদের, মাওলানা মামুনুল হক, মাও. মনজুরুল ইসলাম আফেন্দী, মুফতি মনির হোসাইন কাসেমী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা জালালুদ্দিন আহমদ, মাও. আজিজুল হক ইসলামাবাদী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা