প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ০০:৫২ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ০০:৫৪ এএম
ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক কমিটি বিলুুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, শিগগিরই ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।
তবে কী কারণে হঠাৎ করে এই কমিটি বিলুপ্ত করা হলো, বিজ্ঞপ্তিতে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।
গত ৭ জুলাই সাইফুল আলম নীরবকে আহ্বায়ক এবং আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির দুজনের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।