× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তেজগাঁও যুবদলের দুই নেতার দলীয় সকল পদ স্থগিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ২১:০৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে যুবদল ঢাকা মহানগরের আওতাধীন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ২৪ নং ওয়ার্ড যুবদলের যুগ্ন আহ্বায়ক মো. আল-আমিন এবং শেরে বাংলা নগর থানার ৯৯নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মো. বাবুল আহমেদ রাহুলের দলীয় সকল পদ স্থগিত করা হয়েছে। 

আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল ও সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের নির্দেশক্রমে  তারা কোন সাংগঠনিক কার্যক্রম চালাতে পারবেন না। একই সঙ্গে দলীয় পরিচয়ও বহন করতে পারবেন না।

বুধবার (১৮ সেপ্টেম্বর) যুবদল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কমিটির সদস্য মো. তানভীর আহম্মেদ খান ইকরাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

একই দিনে যুবদল ঢাকা মহানগর উত্তরের পৃথক এক  বিজ্ঞপ্তিতে বলা হয় যুবদলের নাম ভাঙিয়ে কিছু ব্যক্তি বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছেন যারা যুবদলের কেউ নয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মো. কামাল হোসেন ও মিরপুর থানা যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঙ্গে যুবদলের কোনো সম্পর্ক নেই। তাদের কোনো দায়-দায়িত্ব যুবদল গ্রহণ করবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল ও  সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা