× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনাসহ সহযোগীদের বিচারের দাবি জানিয়েছেন ফারুক হাসান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০০ পিএম

বাংলাদেশ ইয়ূথ ফোরাম আয়োজিত সমাবেশে বক্তারা। প্রবা ফটো

বাংলাদেশ ইয়ূথ ফোরাম আয়োজিত সমাবেশে বক্তারা। প্রবা ফটো

গণঅধিকার পরিষদের একাংশের সদস্য সচিব ফারুক হাসান বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও বিগত আওয়ামী লীগ  সরকারের সহযোগীরা, দুর্নীতিবাজ কর্মকর্তারা এখনও বহাল রয়েছেন।  অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে শেখ হাসিনাসহ তারা নানা ষড়যন্ত্র-চক্রান্ত করছেন। এব্যাপারে দেশবাসীকে সতর্ক- সজাগ থাকতে হবে। 

বুধবার (১৮ সেপ্টেম্বর)  সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ূথ ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফারুক হাসান  এসব কথা বলেন।  শেখ হাসিনা, শেখ রেহেনা, সজীব ওয়াজেদ জয়সহ বিগত আওয়ামী লীগ সরকারের সহযোগী ও  দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতারের দাবিতে  এই কর্মসূচি পালিত হয়।   

তিনি বলেন, ছাত্র-জনতার ওপর গণহত্যার নির্দেশদাতা হিসেবে অবিলম্বে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।  একই সঙ্গে তার সরকারের সহযোগীদেরও গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।  এটাই দেশবাসীর চাওয়া। 

বৈষম্যবিরোধী আন্দোলন প্রসঙ্গে ফারুক হাসান বলেন, এই লড়াই-সংগ্রাম ছিল আপামর জনগণের, একক কোনো ব্যক্তি বা সংগঠনের না। ছাত্র, জনগণ এবং রাজনৈতিক দল সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সংগ্রাম চূড়ান্ত পরিণতি লাভ করে। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালাতে বাধ্য হন।  তাই বলবো, রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক নেতাদের খাটো করে কেউ কোনো বক্তব্য দেবেন না। বৈষম্যহীন আগামীর কাঙ্খিত  বাংলাদেশ বিনির্মাণে সবারই দরকার রয়েছে।

অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার এসেছে। এই সরকারের পাশে আমরা রয়েছি, দেশের জনগণ রয়েছে। সুতরাং এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে গণতন্ত্রকামী জনগণও ব্যর্থ হবে।   

গণঅধিকার পরিষদের একাংশের এই সদস্য সচিব বলেন, দীর্ঘদিন ধরে সীমান্তে নিরীহ বাংলাদেশিদের পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। ভারতকে বলব, অবিলম্বে এই সীমান্ত হত্যা বন্ধ করুন। অন্যথায়  আমাদের সীমান্ত রক্ষীবাহিনী বিজিবিও এর উপযুক্ত জবাব দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

বাংলাদেশ ইয়ূথ ফোরামের  সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে  এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি তোফায়েল আহমেদ, কেন্দ্রীয় নেতা ওমর ফারুক, বিপ্লব হোসেন, কামরুল ইসলাম, সাইফুল ইসলাম শুভ, সৈকত প্রমুখ নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে সাইদুর রহমান বলেন, বিগত আওয়ামী লীগ  সরকারের মন্ত্রী-এমপি, তাদের সহযোগী এবং দুর্নীতিবাজ কর্মকর্তারা লুটপাট করে দেশ থেকে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। জনপ্রত্যাশা অনুযায়ী অবিলম্বে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং পাচারকৃত অর্থ ফেরত আনার ব্যবস্থা করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা