× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এস আলমের গাড়িতে ওঠা ‘অনিচ্ছাকৃত’ ভুল, দুঃখ প্রকাশ সালাহউদ্দিনের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩০ পিএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৮ পিএম

সংবাদ সম্মেলন করেন সালাহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

সংবাদ সম্মেলন করেন সালাহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

প্রায় দশ বছর পর নিজ নির্বাচনী এলাকা কক্সবাজারে সংবর্ধনা নিতে গিয়ে এস আলম গ্রুপের গাড়ি ব্যবহারের বিষয়টিকে ‘অসাবধানতা ও অনিচ্ছাকৃত’ ভুল বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এর জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন এই বিএনপি নেতা।

তিনি বলেছেন, ‘গাড়িটি এস আলম গ্রুপের কি না তা জানা ছিল না। যদি দেশবাসীর মনে কোনো কষ্ট দিয়ে থাকি, অনুভূতিতে আঘাত দিয়ে থাকি সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি।’

সোমবার (২ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে তার নিজ বাসায় সংবাদ সম্মেলন করে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘কয়েকটি পত্রিকা ও অনলাইন মাধ্যমে সংবাদ প্রচার করা হয়েছে যে, দীর্ঘ ১০ বছর পর আমি আমার এলাকায় যাওয়ার জন্য কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে একটি গাড়িতে উঠি; যে গাড়িটি একটি কোম্পানির ছিল, এস আলম কোম্পানির। একটি সংবাদমাধ্যম আমার বক্তব্য জানতে চেয়েছিল। আমি বলেছি, আমি নিজেই এটা জানতাম না। জেলা বিএনপির নেতারা সব ব্যবস্থা করেছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘বিমানবন্দর থেকে আমার নির্বাচনী এলাকার বিভিন্ন মহাসড়কের বিভিন্ন স্থানে লোকেলোকারণ্য হয়ে যায়। এত লোকের সমাগম হয়েছে যেকোনো গাড়ি প্রবেশের সুযোগ ছিল না। আমি বিমানবন্দরে নামার পরে কিছু গাড়ি দেখেছি ভেতরে, আমাদের নেতাকর্মীরা বলছেন এটাতে ওঠেন। উঠেছি। এ গাড়িটি কার সেই মুহূর্তে আমি চিন্তাভাবনার মধ্যে ছিলাম না, অনেকটা আবেগ আপ্লুত ছিলাম, ভালোবাসায় সিক্ত হচ্ছিলাম। আমার মনের মধ্যে ছিল না কার গাড়িতে উঠছি।’

সালাহউদ্দিন বলেন, ‘এই সংবাদ প্রকাশের পর খোঁজ নিয়ে জানতে পারলাম গাড়িটি আমার এলাকার এক ছোট ভাইয়ের, তিনি উক্ত কোম্পানির (এস আলম) জমিজমা দেখা-শোনার কাজ করেন। সেও অন্য সবার মতো আমাকে বরণ করতে বিমানবন্দরে যায়। সেও জানত না আমি তার গাড়িতে উঠব এবং আমিও জানতাম না ওই গাড়িতে আমি উঠব।’

ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার কাজে সরাসরি জড়িত এবং সহযোগিতাকারীদের তথ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের হাতকে শক্তিশালী করতেও আহ্বান জানান সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘এখন আমাদের সবার উচিত পতিত ফ্যাসিবাদের বিরুদ্ধে বিভিন্ন তথ্য সমৃদ্ধ সংবাদ প্রকাশ করা। যারা গত ১৫-১৭ বছরে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান, অঙ্গ প্রতিষ্ঠান, আইন ও বিচার বিভাগ, শাসন বিভাগ মিডিয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, বিভিন্ন পর্যায়ে পচন ধরিয়েছে। এখানে ফ্যাসিবাদের যে স্বাক্ষর রেখেছে ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত করার জন্য, সে বিষয়ে আমাদের সোচ্চার হওয়া উচিত। আমাদের অগ্রাধিকার সেটা। আমরা যেন মনোযোগ দেই যে, যারা গুম, খুন ও অপহরণের সঙ্গে জড়িত ছিল, যারা আয়নাঘরের সঙ্গে জড়িত ছিল, যারা ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন স্তর থেকে সহযোগিতা করেছে তাদের মুখোশ উন্মোচন করি। তাদের হয়তো কেউ কেউ গ্রেপ্তার হয়েছে। কিন্তু তাদের যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। আজ পর্যন্ত কোনো গুমের রহস্য উন্মোচন করা যাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘এই দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সবাই তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের হাতকে আরও শক্তিশালী ও মজবুত মনে করেন। তারা যেন জনগণের সংস্কার এবং প্রয়োজনীয় রাষ্ট্র কাঠামোর যে সংস্কার আমাদের দরকার- সে সংস্কার কাজে মনোযোগ দিতে পারে। এক্ষেত্রে মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সে বিষয়ে দৃষ্টি দেওয়া উচিত বলে আমি মনে করি। ব্যক্তিগত পর্যায়ে এগুলো পরিহার করা ভালো হবে বলে আমরা মনে করি। তারপরও আমার অসাবধানতা ও অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা