× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে : এবি পার্টি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪ ০৯:১৫ এএম

আপডেট : ২৮ আগস্ট ২০২৪ ১০:৪২ এএম

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে : এবি পার্টি

বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার দাবি জানিয়েছে এবি পার্টি। পাশাপাশি বন্যাকবলিত এলাকায় দ্রুত চিকিৎসার ব্যবস্থা করারও দাবি জানিয়েছে দলটি।

মঙ্গলবার (২৭ আগস্ট)  দুপুরে ফেনী সদর উপজেলার শর্শদী উচ্চবিদ্যালয়ে ঠাঁই নেওয়া বন্যার্ত মানুষের মধ্যে খাবার বিতরণ কর্মসূচিতে এবি পার্টির নেতারা এ কথা বলেন। ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারের জন্য এবি পার্টির পক্ষ থেকে তিন বেলা রান্না করা খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধ করেন দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।

কর্মসূচির উদ্বোধনকালে তিনি বলেন, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে বন্যার যে ভয়াবহ ক্ষতিসাধিত হয়েছে তাতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। সাধারণ মানুষের অকাতরে দেওয়া সহযোগিতা ও আন্তর্জাতিক মহলের সহমর্মিতা সমন্বিত করে অতিদ্রুত চিকিৎসা ও পুনর্বাসন কর্মকাণ্ড হাতে নেওয়ার জন্য দলের পক্ষ থেকে দাবি জানাই।

এর আগে এবি পার্টির কেন্দ্রীয় নেতারা বন্যাদুর্গত এলাকাসমূহ পরিদর্শন এবং বিপন্ন মানুষের দুঃখদুর্দশা স্বচক্ষে অবলোকন করেন ও তাদের ব্যথিত হৃদয়ের কথা শোনেন। তারা দলের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে অবস্থিত কেন্দ্রীয় ত্রাণভান্ডারে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম অঞ্চলের দুর্গত মানুষের জন্য বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী হস্তান্তর করেন।

ত্রাণ কার্যক্রম পরিচালন ও দুর্গত এলাকা পরিদর্শন টিমে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আবদুল ওহাব মিনার, ঢাকা মহানগর (উত্তর) আহ্বায়ক আলতাফ হোসেইন, কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব এম আমজাদ খান, এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাত উল্লাহ টুটুল, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ আলম বাদল, অ্যাডভোকেট শরণ চৌধুরী, এবি পার্টির ফেনী জেলা সভাপতি মাস্টার আহসান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সাজু, কোষাধ্যক্ষ মাস্টার শাহ আলম শাহীন সুলতানি, প্রচার সম্পাদক হাবীব মিয়াজী ও এবি যুব পার্টির ফেনী জেলার অন্যতম নেতা ইব্রাহীম সোহাগ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা