প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪ ১৩:১৪ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪ ১৪:৫৬ পিএম
কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নেতৃত্বে অবস্থান কর্মসূচি চলছে। প্রবা ফটো
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার দাবিতে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট, আওয়ামী লীগের কার্যালয়ের সামন এবং কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা মহানগর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও রয়েছেন কয়েকশ নেতাকর্মী। বিকাল ৩টায় নয়াপল্টনে সমাবেশ হবে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন।
মহানগর বিএনপি দক্ষিণের উদ্যোগে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে অবস্থান কর্মসূচির নেতৃত্ব দেন দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু।
তিনি বলেন, ‘আজ আমাদের এটি ঘোষিত কর্মসূচি। ঢাকাসহ সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো এ কর্মসূচি পালন করছে। আমাদের দাবি একটাইÑতা হচ্ছে, পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেপ্তার করে বিচার করা। এরা বাংলাদেশে নৃশংস গণহত্যা ঘটিয়েছে।’
বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ধবংসপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাভার যুবদলের শতাধিক নেতা-কর্মী ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘খুনি শেখ হাসিনার বিচার চাই, বিচার চাই’ ইত্যাদি স্লোগান দিয়ে তাদের দাবি জানান দেন।
কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে অবস্থান নেয় ছাত্রদল। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অবস্থান নিয়ে পতিত সরকারের প্রধান শেখ হাসিনার বিচার দাবি জানিয়ে স্লোগান দেন। তাদের হাতে জাতীয় পতাকা এবং বিএনপির পতাকা ছিল।
এ ছাড়া মালিবাগ, মৌচাক, শাহজাহানপুর, কাপ্তানবাজার প্রভৃতি সড়কে বিএনপি মহানগর, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল বের করেছেন।