× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রক্ত মাড়িয়ে কোনো শোক নয় : ববি হাজ্জাজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪ ১৩:৫০ পিএম

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। প্রবা ফটো

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। প্রবা ফটো

১৫ আগস্ট জাতীয় শোক দিবসের সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্তের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি বলেছেন, ‘বিশ্ব ইতিহাসের নিকৃষ্টতম পতিত স্বৈরাচার খুনি হাসিনার প্রত্যক্ষ মদদে জুলাই-আগস্ট মাস জুড়ে নির্বিচারে ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। গণহত্যার এই ক্ষত আমাদের হৃদয়ে গেঁথে রয়েছে। এত রক্ত মাড়িয়ে ৫০ বছর আগের কোনো ঘটনার শোক আমরা পালন করতে পারি না। এইদিনের সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্তে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।’

বুধবার (১৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন এনডিএম চেয়ারম্যান।

আওয়ামী লীগকে সতর্ক করে দিয়ে ববি হাজ্জাজ বলেন, ‘এনডিএমর ছাত্র সংগঠনসহ দেশের ক্রিয়াশীল ৩৪টি ছাত্র সংগঠন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একযোগে ১৫ আগস্ট শোক দিবস পালন না করার সিদ্ধান্ত নিয়েছে। ছাত্র-জনতা ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামীকালও মাঠে থাকবে। সন্ত্রাসবিরোধী অবস্থান কর্মসূচি নিয়ে আমাদের দল এনডিএম আগামীকাল রাজপথে থাকছে। এদিন আওয়ামী লীগের সন্ত্রাসীরা যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে তাহলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। পুরো শেখ পরিবার বিদেশে পালিয়ে গিয়ে দেশের ভিতর অরাজকতা তৈরির জন্য হিন্দু সম্প্রদায়কে উষ্কে দিচ্ছে। জনগণ এসব নাটক অনেক দেখেছে। এখন সময় প্রতিরোধের। আওয়ামী লীগের গণহত্যা, মানবতাবিরোধী সব অপরাধ এবং লুটপাটের বিচার হবেই।’

জামায়াত প্রসঙ্গে ববি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামের ওপর আরোপ করা নিষেধাজ্ঞার সরকারি প্রজ্ঞাপন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার হবে বলে আমরা প্রত্যাশা করি। দেশের মানুষ যাদের গ্রহণ করবে তাদের রাজনীতি এবং নির্বাচন করার পূর্ণ অধিকার আছে।’

ববি হাজ্জাজ বলেন, ‘আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা অব্যাহত রেখেছি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত খুলে দেওয়া উচিৎ। প্রশাসনের সব স্তর থেকেই ফ্যাসিবাদের দোসরদের বিদায় করতে হবে। এজন্য স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের পদ বাতিল করে প্রশাসক নিয়োগ করতে আমরা আবেদন জানিয়েছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা