প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪ ২৩:১৫ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৪ ০৯:১৬ এএম
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। ছবি: সংগৃহীত
উনিশ দিন তালাবদ্ধ থাকার পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খোলা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সোমবার বিকাল পৌনে পাঁচটার দিকে দলের ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন নেতা-কর্মীরা।
এ সময় রিপনের সঙ্গে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনসহ নেতাকর্মীরা ছিলেন।
বিএনপি কার্যালয়ের একজন স্টাফ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিএনপি কার্যালয়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিন-উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল, সেলিমুজ্জামান সেলিম, আব্দুল বারী ড্যানিসহ নির্বাহী কমিটির অনেক সদস্য যান।
গত ১৬ জুলাই রাতে বিএনপি কার্যালয়ে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযান শেষে মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের জানান, বিএনপি কার্যালয়ের ভেতর থেকে শতাধিক ককটেল ও দেশীয় অস্ত্রশস্ত্র এবং ৫০০টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ সাতজনকে আটক করা হয়েছে। গোয়েন্দা পুলিশের ওই অভিযানের পর থেকে বন্ধ থাকে বিএনপি কার্যালয়।
এর আগে পুলিশের সঙ্গে সংঘর্ষে গত বছর ২৮ অক্টোবর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। সেদিনের সংঘাতে প্রাণহানিও ঘটে। ওইদিনই কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। আড়াই মাস বন্ধ থাকার পর ১১ জানুয়ারি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে নেতা-কর্মীরা তালা ভেঙে কার্যালয়ে ঢোকেন।