প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪ ১৬:৩৪ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৪ ১৭:৩৪ পিএম
রাজধানীর ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বাসায় হামলা চালিয়েছেন আন্দোলনকারীরা। সোমবার (৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাসভবনের ফটক ভেঙে শত শত আন্দোলনকারী স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢুকে পড়েন এবং ভাঙচুর চালান। এ সময় বাড়ির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
এদিকে, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে বলে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ইতোমধ্যে দেশ ছেড়েছেন শেখ হাসিনা।