প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪ ২৩:০৮ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৪ ২৩:১৫ পিএম
আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নিয়ে দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ১৪ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ তরিকত ফেডারেশন।
শনিবার (৩ আগস্ট) দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আন্দোলনরত ছাত্রদের নেতৃত্বকে ৯ দফা যৌক্তিক দাবীর প্রতি অবিচল থেকে এর বাইরে কোন রাজনৈতিক দাবীর ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান দলটির নেতারা।
নেতৃবৃন্দ বলেন, ইতিমধ্যে সরকার অনেক সময় ক্ষেপণ করেছে। ছাত্র জনতার অনেক রক্ত ঝড়েছে যা কোনভাবেই কাম্য নয়।
শনিবার বিকাল ৩টার দিকে দলের চেয়ারম্যানের বাসভবনে বাংলাদেশ তরিকত ফেডারেশনের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলটির ভারপ্রাপ্ত মহাসচিব আলহাজ্ব মোহাম্মদ আলী ফারুকী, ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ তৈয়বুল বশর মাইজভাণ্ডারী, সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার ও যুগ্ম মহাসচিব ড. খাজা বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।