প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪ ২১:১০ পিএম
শনিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জরুরি সংবাদ সম্মেলনে লিখিত দাবি উত্তাপন করেন কাজী ফিরোজ রশীদ। প্রবা ফটো
সন্ত্রাস দমনের নামে দেশে গণহত্যা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (রওশন এরশাদ পন্থী) নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ।
তিনি বলেছেন, সন্ত্রাস দমনের নামে দেশজুড়ে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন প্রতিহত করতে প্রশাসন নারকীয় গণহত্যা চালাচ্ছে। ছাত্রদের সকল ন্যায্য দাবি মেনে নিয়ে অবিলম্বে জুলুম-নির্যাতন ও গণগ্রেপ্তার বন্ধ করতে হবে। একই সঙ্গে অযোগ্য বাকপটু মন্ত্রী-এমপিদের পদত্যাগ ও অতি উৎসাহী পুলিশ কর্মকর্তাদের বরখাস্ত করার দাবি জানিয়েছেন তিনি।
শনিবার (৩ আগস্ট) বিকাল ৩ টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে দশটি লিখিত দাবি উত্তাপন করে এসব কথা বলেন জাপার নির্বাহী চেয়ারম্যান। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মহাসচিব কাজী মো. মামুনুর রশিদ।
এসময় শিক্ষার্থীদের সকল ন্যায্য দাবির প্রতি জাতীয় পার্টির পূর্ণ সমর্থন ব্যক্ত করে জাপার নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ আরও বলেন, আন্দোলন দমনের নামে দেশজুড়ে আটক সব ছাত্র, শিক্ষক ও সাধারণ মানুষকে অবিলম্বে মুক্তি দিতে হবে।
নারকীয় গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে ফিরোজ রশীদ বলেন, চলমান আন্দোলনে এ পর্যন্ত যারা শহীদ হয়েছেন, তাদের তালিকা প্রকাশ করতে হবে। তিনি বলেন, যারা নিহত হয়েছেন, তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে গণহত্যার বিচার করতে হবে।
কাজী ফিরোজ রশীদ বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো শুরুতে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান না করে, শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্ত করে তোলা হয়েছে। ছাত্রলীগ ও যুবলীগকে ব্যবহারের মাধ্যমে সহিংস পরিস্থিতি সৃষ্টি করে শত শত ছাত্র জনতার প্রাণহানির জন্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দায় দায়িত্ব এড়াতে পারেন না। তাই অবিলম্বে ওবায়দুল কাদেরকে দলীয় সাধারণ সম্পাদকের পদ এবং মন্ত্রীসভা থেকে পদত্যাগ করতে হবে। ছাত্রদের রক্তে ভেজা রাস্তা দিয়ে ওবায়দুল কাদের পতাকা উড়িয়ে চলাচল করবে, দেশের জনগণ তা মেনে নেবে না।
লিখিত দশ শর্ত তুলে ধরে জাপার নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ বলেন, হারুন-উর-রশীদ ও বিপ্লব কুমার সরকারের মতো যেসব অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা ছাত্রদের আন্দোলন দমনে নৃশংসতা চালিয়েছে, তাদের এখনই বরখাস্ত করতে হবে।
তিনি বলেন, দেশের নির্বাহী বিভাগের এখতিয়ারভুক্ত কোটা প্রশ্নে হাইকোর্টের যেসব বিচারপতি বিতর্কিত রায় প্রদান করে ছাত্র আন্দোলনকে উষ্কে দিয়েছেন, তারাও কোনোভাবে দায় এড়াতে পারেন না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবিও করেন কাজী ফিরোজ রশীদ।
জাপার নির্বাহী চেয়ারম্যান বলেন, যেসব আমলা, রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, তার শ্বেতপত্র প্রকাশ করে বিচার করতে হবে। চলমান আন্দোলন দমনের নামে সংগঠিত প্রত্যেকটি হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ও দোষিদের বিচারের আওতায় আনতে হবে। এসব হত্যাকান্ডের ব্যাপারে এ পর্যন্ত যেসব মিথ্যা এজাহার দায়ের করা হয়েছে, তা প্রত্যাহার করে সত্য ঘটনা তুলে ধরার দাবি জানান কাজী ফিরো রশীদ। এছাড়া অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে দেশে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।
এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পার্টির কো-চেয়ারম্যান সাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, গোলাম সারোয়ার মিলন, সুনীল শুভ রায়, ডা. রুস্তম আলী ফরাজী, প্রেসিডিয়াম সদস্য রফিকুল হক হাফিজ, শফিকুল ইসলাম শফিক, জাহাঙ্গীর আলম পাঠান, খন্দকার মনিরুজ্জামান টিটু, ইয়াহ ইয়া চৌধুরী প্রমুখ।