× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারকে পদত্যাগের আহ্বান সমমনা ইসলামী দলগুলোর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪ ১৮:৪৪ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৪ ১৮:৫০ পিএম

পুরানা পল্টনে খেলাফত মজলিসের কার্যালয়ে বৈঠক করে সমমনা ইসলামী দলগুলো। প্রবা ফটো

পুরানা পল্টনে খেলাফত মজলিসের কার্যালয়ে বৈঠক করে সমমনা ইসলামী দলগুলো। প্রবা ফটো

গণহত্যার দায় নিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়েছে সমমনা ইসলামী দলগুলো। একই সঙ্গে শিক্ষার্থীদের ঘোষিত অনির্দিষ্টকালের অসহযোগ কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়েছে।

শনিবার (৩ জুলাই) বিকালে রাজধানীর পুরানা পল্টনে খেলাফত মজলিসের কার্যালয়ে এক বৈঠকে এ আহ্বান জানানো হয়।

বৈঠকে নেতারা বলেন, ‘সরকার কারফিউ জারি করে, ইন্টারনেট বন্ধ করে কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রজনতার ওপর যে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে তা কোনোভাবেই বরদাশত করা যায় না। শতশত ছাত্র জনতাকে গুলি করে শহীদ করা হয়েছে। ইউনিসেফের তথ্য মতে, ৩২ জন শিশুকে হত্যা করা হয়েছে। এইচএসসি পরীক্ষার্থী, শিশু-কিশোরসহ হাজার হাজার ছাত্র-জনতাকে গণহারে গ্রেপ্তার করা হয়েছে।’

তারা বলেন, ‘রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। এখনও হত্যা, গ্রেপ্তার, হামলা চলছে। একটি স্বাধীন দেশের নাগরিকদের ওপর রাষ্ট্রের সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়া ইতিহাসে নজিরবিহীন। সরকারের এ গণহত্যা, গণগ্রেপ্তার, জুলুম-নির্যাতনের বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষ আজ রাজপথে নেমেছে। জনগণের অভূতপূর্ব ঐক্য জালিম সরকারের পতন নিশ্চিত করবে। তাই গণহত্যা আর জুলুম নির্যাতনের দায় স্বীকার করে সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে চলমান শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি-হামলা বন্ধ করতে হবে। গ্রেপ্তার সব ছাত্রজনতাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। সব মামলা প্রত্যাহার করতে হবে।’

খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা রোজাউল করিম জালালী, মহাসচিব মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, যুগ্ম মহাসচিব মাওলানা আজীজুল হক ইসলামাবাদী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা তাফাজ্জল হক আজিজ, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক মো. আবদুল জলিল, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, অ্যাডভোকেট মুহাম্মদ শায়খুল ইসলাম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাংগঠনিক সচিব মাওলানা আবু তাহের খান, প্রচার সচিব মাওলানা আবদুল্লাহ আল মাসউদ প্রমুখ।

বৈঠকে চলমান বৈষম্যবিরোধী আন্দোলনে শাহাদত বরণকারীদের মাগফিরাত কামনা করে এবং আহতদের আশু আরোগ্য কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা