× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে সভাস্থল ছেড়ে গেলেন ওবায়দুল কাদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৪ ১৬:৫৫ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৪ ১৭:৫২ পিএম

‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে সভাস্থল ছেড়ে গেলেন ওবায়দুল কাদের

সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় হট্টগোল ও ‘ভুয়া, ভুয়া’ স্লোগানের মুখে মতবিনিময় না করেই সভাস্থল ত্যাগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়ের জন্য ডেকে কথা বলতে না দেওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা যায়। এ সময় সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়েন তিনি। তোপের মুখে দলীয় কার্যালয় ছেড়ে চলে যান দলের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য ড. আবদুর রাজ্জাকও।

জানা গেছে, আজ বেলা ১১টায় সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভা ডাকে আওয়ামী লীগ। নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রলীগের কয়েকশ সাবেক নেতা দলীয় কার্যালয়ের দোতলার সম্মেলনকক্ষে উপস্থিত হন। এতে সভাপতির দায়িত্বে ছিলেন ওবায়দুল কাদের, কিন্তু কোনো সাবেক নেতার বক্তব্য না শুনেই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে শুরু করেন তিনি।

বক্তব্যের সুযোগ না দেওয়ায় ক্ষুব্ধ হন সাবেক ছাত্রনেতারা। এ নিয়ে হট্টগোলে রূপ নিলে একপর্যায়ে কয়েকজন সাবেক ছাত্রলীগ নেতা ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বলতে থাকেন, ‘মতবিনিময় সভা ডেকে সংবাদ সম্মেলন করছেন কেন? তাহলে আমাদের ডাকলেন কেন?’ অনেকটা তোপের মুখে পড়তে হয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। এ সময় পেছন থেকে অনেকে ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন। এ সময় ওবায়দুল কাদের ছাত্রনেতাদের থামতে বললেও হট্টগোল চলতে থাকে। একপর্যায়ে সভাস্থল ত্যাগ করেন তিনি। সাবেক ছাত্রনেতাদের সঙ্গে মতবিনিময়ও করেননি।

এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক মতবিনিময় সভায় এলে অনেকেই হইহুল্লোড় করে ওঠেন। সাবেক ছাত্র নেতাদের অনেকেই চিৎকার করে বলতে থাকেন, ‘উনি এখানে কেন? উনার ছেলে তো সরকারের বিরুদ্ধে (সামাজিক যোগাযোগমাধ্যমে) পোস্ট দেয়।’ তোপের মুখে দলীয় কার্যালয় ছেড়ে চলে যান দলের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য ড. আবদুর রাজ্জাকও। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজ তাকে সঙ্গে করে নিয়ে গাড়িতে তুলে দেন।

মতবিনিময় সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, মোস্তফা জালাল মহিউদ্দিন ও জাহাঙ্গীর কবির নানক; যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আফজাল হোসেন ও সুজিত রায় নন্দী; বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা