× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অগ্নিসংযোগ নৈরাজ্য প্রতিহত করতে সাবেক ছাত্রনেতাদের আহ্বান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৪ ১০:২৭ এএম

মিরপুরে আগুনে ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন। পুরোনো ছবি

মিরপুরে আগুনে ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন। পুরোনো ছবি

কোটা আন্দোলনকে পুঁজি করে বিএনপি-জামাত জঙ্গিবাদীদের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্য প্রতিহত করার জন্য ছাত্রসমাজের প্রতি আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক প্রগতীশীল ছাত্রসংগঠনের ৯০ এবং ৯০ পরবর্তী সাবেক নেতারা। 

শুক্রবার (২৬ জুলাই) বিকাল ৩টায় ধানমন্ডিতে সাবেক ছাত্রনেতাদের এক বৈঠক থেকে এই আহ্বান করা হয়। 

সভায় সভাপতিত্ব করে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও চাকসু ভিপি এানমুল হক শামীম। সভা পরিচালনা করেন, জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুর রহমান চুন্নু। সভায় জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহিল কাইয়ুমকে পরবর্তী কার্যক্রমকে সমন্বয়ের দায়িত্ব প্রদান করা হয়।  

সভায় বক্তব্য রাখেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইছহাক আলী খান পান্না, জাসদ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ মোহসীন, ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারি, সাবেক ছাত্রনেতা পঙ্কজ দেব নাথ, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, জাসদ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর্জা মো. আনোয়ারুল হক, জাসদ ছাত্রলীগ সভাপতি শরিফুল কবির স্বপন,  ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শিখর, ছাত্রমৈত্রীর সাবেক নেতা মোস্তফা আলমগীর রতন, সাবেক সভাপতি সাব্বাহ আলী কলিন্স, ছাত্রআন্দোলনের সাবেক সভাপতি মোশাহিদ আহমেদ, ছাত্রকেন্দ্রের সাবেক সভাপতি রাজু আহমেদ, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, শাহাবুদ্দীন ফরাজী, সাবেক ছাত্রনেতা মোজবাউল হাসান সাচ্চু,  আফজালুর রহমান বাবু, গোলাম রাব্বানী চিনু, খায়রুল হাসান জুয়েল, জাতীয় ছাত্রঐক্যের সাবেক সাধারণ সম্পাদক আশোক ধর, জাসদ ছাত্রলীগের সাবেক নেতা জিয়াউল হক মুক্তা, সাবেক সাধারণ সম্পাদক আলী হাসান তরুন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাবেক  সভাপতি সামসুল ইসলাম সুমনসহ ৩৮ জন সাবেক ছাত্রনেতা উপস্থিত ছিলেন। 

বৈঠকে সাবেক ছাত্রনেরা, কোটা আন্দোলনকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশে উদ্ভুত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।  তারা  সাম্প্রতিক ঘটনায় তরুণ শিক্ষার্থী, সাধারণ পথচারী, সাংবাদিক, পুলিশ নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেন। আন্দোলনে আহত চিকিৎসার ব্যয় ভার ও নিহতদের  পরিবারের দায়িত্ব সরকারকে নেওয়ার আহ্বান জানান। 

সভায় সাবেক নেতারা, কোটা আন্দোলনের নাম বিএনপি-জামাত-জঙ্গিবাদী শক্তির সুপরিকল্পিত, সুসংগঠিত  ধ্বংসাত্মক অপরাধমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। তারা বলেন, সুপ্রিম কোর্টের আপীল বিভাগের  রায় ও নির্দেশনার আলোকে সরকার কর্তৃক দ্রুত পরিপত্র জারি করে সমস্যার সমাধান হয়ে যাওয়া আন্দোলনকারীদের ধৈর্য ধারন করার আহ্বান জানান এবং অর্জিত বিজয় ধরে রেখে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান। তার বলেন, কোটা আন্দোলন হাইজ্যাক করে বিএনপি-জামাত-জঙ্গিরা যাতে অপরাজনীতি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহবান জানান। সাবেক ছাত্রনেতারা বলেন, কোটা আন্দোলনকে পুজি করে বিএনপি-জামাত-জঙ্গিদের সন্ত্রাস, অগ্নিসংযোগ নৈরাজ্য প্রতিহত করার জন্য ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা