× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দলের অনেকে এরশাদকে মুছে ফেলতে চাইছেন : স্মরণসভায় সহধর্মিণী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ১৯:১৯ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৪ ১৯:৫১ পিএম

হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন তার সহধর্মিণী রওশন এরশাদ। প্রবা ফটো

হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন তার সহধর্মিণী রওশন এরশাদ। প্রবা ফটো

জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মী– যাদের প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ভালোবাসতেন, তাদের মধ্যে অনেকে এরশাদের নাম মুছে ফেলতে চাইছেন বলে অভিযোগ করেছেন রওশন এরশাদ।

পার্টির একাংশের চেয়ারম্যান ও এরশাদের সহধর্মিণী নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, এরশাদ নেতাকর্মীদের কত ভালোবাসতেন, কত আদর করতেন। আপনারা কি কেউ তাকে ভুলতে পারবেন? বিগত নির্বাচনে তার নাম মুখে নেওয়া হয়নি। নির্বাচনী ইশতেহারে ছবিটা পর্যন্ত রাখা হয়নি। এরশাদকে যারা ভালোবাসেন, তারা মেনে নিতে পারেননি। তাই যেখানে একক নির্বাচনে জাতীয় পার্টি ১৮ শতাংশ ভোট পেয়েছিল, সেখানে এবার মাত্র তিন শতাংশ ভোট পেয়েছে।

রবিবার (১৪ জুলাই) বিকালে রাজধানীর কাকরাইল ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

রওশন এরশাদ বলেন, আমরা জাতীয় পার্টিকে শেষ হতে দিতে পারি না। পার্টির মধ্যে দ্বিধা-বিভক্তি হতে দেব না। পল্লীবন্ধুর নীতি ও আদর্শই আমাদের রাজনীতি। সেই আদর্শ কেউ মুছে ফেলার চেষ্টা করবেন না। যারা এরশাদের নীতি ও আদর্শে বিশ্বাস করে, তাকে ভালোবাসে– তাদের মধ্যে বিভক্তি নেই। আমরা এক আছি এবং ঐক্যবদ্ধই থাকব।

তিনি বলেন, দেশে নানা সমস্যা আছে। ছাত্র-শিক্ষকরা আন্দোলন করছেন। বন্যায় মানুষের দুর্গতি বেড়েছে। আমার মনে হয়– সমস্যা সমাধানের ব্যাপারে সরকার আন্তরিক। কিন্তু সমাধানের পদক্ষেপ যথার্থ নয়।

রওশন এরশাদ বলেন, বিগত নির্বাচনের পর জাতীয় পার্টিতে চরম বিপর্যয় নেমে আসে। কর্মী-সমর্থকদের মন ভেঙে যায়। তাদের মধ্যে হতাশা নেমে আসে। সেই অবস্থায় আমার নেতাকর্মীরা পার্টির হাল ধরেছেন। পার্টিকে চাঙ্গা করে তুলেছেন। আমি পার্টির যেকোনো দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকেছি। তাদের সাহস দিয়েছি এবং পার্টিকে সংগঠিত রেখেছি। এবারও তাই করেছি। আপনারা কেউ হতাশ হবেন না।

আরও বক্তব্য দেন, জাপার মহাসচিব (রওশনপন্থি) জাতীয় পার্টি-জেপি মহাসচিব শেখ শহিদুল ইসলাম, বিএলডিপির চেয়ারম্যান নাজিমুদ্দিন আল আজাদ, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন, ফটোগ্রাফার ইকবাল চৌধুরী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, পার্টির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, শফিকুল ইসলাম সেন্টু, সাহিদুর রহমান টেপা, গোলাম সারোয়ার মিলন, সুনীল শুভরায়, অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক নুরুল ইসলাম মিলন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা