প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ১৯:২০ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৪ ১৯:৪৭ পিএম
কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির পর তৃণমূল পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যেসব কমিটি গঠিত হয়েছে, তা বাতিল করেছে সংগঠনটি।
বুধবার (১০ জুলাই) যুবদলের নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক এম এন ইসলাম সোহেল সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
গত ১৩ জুন সুলতান সালাউদ্দিন টুকু ও মোনায়েম মুন্নার নেতৃত্বাধীন যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়।
জানতে চাইলে যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন বলেন, যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির পর থেকে নতুন কমিটি গঠন পর্যন্ত অনেকগুলো জেলায়, থানা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। সেজন্য এ সময়ের মধ্যে গঠিত ইউনিট কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে।