× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের সঙ্গে সম্পাদিত সমঝোতা নিয়ে সরকার মিথ্যাচার করছে : মির্জা ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুলাই ২০২৪ ২৩:৩৫ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ফটো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ফটো

ভারতের সঙ্গে রেল করিডোরসহ বিভিন্ন সমঝোতা সম্পর্কে সরকার জনগণের কাছে মিথ্যাচার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১ জুলাই) বিকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

মির্জা ফখরুল বলেন, ‘তারা (সরকার) আজ পর্যন্ত দেশের মানুষের কাছে কখনও সত্য কথা বলে নাই। সবসময় প্রতারণার আশ্রয় নিয়েছে। প্রতারণার আশ্রয় নিয়ে মানুষকে তারা বোকা বানানোর চেষ্টা করেছে। সরকার যেসব সমঝোতা-চুক্তি সই করে এসেছে, সেগুলোর অর্থই হচ্ছে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে ভারতের কাছে নির্ভরশীল করে ফেলবে… এটা প্রমাণিত হয়ে গেছে।’

তিনি বলেন, ‘সমঝোতার মধ্যে সবচেয়ে মারাত্মক যেটা, সেটা হলো রেল করিডোর। এই রেল করিডোর বাংলাদেশের কোনো কাজে লাগবে না। বাংলাদেশের মাটিতে তারা রেললাইন ব্যবহার করবে। আকাশ-স্থল-নৌপথÑ সবখানেই তারা (সরকার) আজকে তাদের (ভারতকে) পার্টনারশিপ দিয়ে দিয়েছে।’ 

বিএনপি মহাসচিব বলেন, ‘পার্টনারশিপে আমাদের কোনো আপত্তি নেই, কানেক্টিভিটিতে আপত্তি নেই। বাংলাদেশ কী পেল… সেটাই হচ্ছে প্রধান। আমরা তো এখানে কিচ্ছু পাইনি।’

তিনি বলেন, ‘বাংলাদেশের অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা পাইনি, তিস্তা নদীর পানি পাইনি। আমাদের সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না, বাণিজ্য ঘাটতি আছে, এ নিয়ে স্বচ্ছ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’ 

মির্জা ফখরুল বলেন, ‘সেজন্য আমরা সমঝোতা-চুক্তি নিয়ে যেসব কথা বলছি, সেটা সত্যিই বলছি। আমরা কোনো ষড়যন্ত্রের কথা বলছি না। আমরা বলছি, এই অবৈধ সরকারই, তারাই, আজকে চক্রান্ত করছে বাংলাদেশকে পরনির্ভরশীল করে ফেলতে।’

হলি আর্টিজান দিবস নিয়ে প্রশ্ন করা হলে বিএনপি নেতা বলেন, ‘হলি আর্টিজানের ঘটনায় আমরা কনডেম (নিন্দা) করেছি। আমরা যেকোনো জঙ্গিবাদের বিরুদ্ধে, আমরা আন্তর্জাতিক জাতীয় জঙ্গিবাদের বিরুদ্ধে।’ তিনি বলেন, ‘কিন্তু এই সরকার জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধীপক্ষকে হয়রানি করেছে, তাদের গ্রেপ্তার করেছে এবং তাদেরকে কারাগারে নিক্ষেপ করেছে।’

গতকাল বিকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নবনিযুক্ত সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীনের নেতৃত্বে আইনজীবীদের নিয়ে মির্জা ফখরুল জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন। তারা প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট খোরশেদ আলম, অ্যাডভোকেট ইকবাল হোসেন, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট সগীর হোসেন লিওন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৯ জুন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেলে শূন্যপদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীনকে মনোনয়ন দেয় বিএনপি। দায়িত্বভার নেওয়ার পর তিনি গতকাল দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা