প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৪ ১৪:২৫ পিএম
আপডেট : ২০ জুন ২০২৪ ১৫:৫৫ পিএম
ওবায়দুল কাদের। ফাইল ছবি
বিএনপি ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি করেছিল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, যেটা তারা করেছে সেটা আমরা করতে চায়না। আমরা বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যমূলক, সম্মানজনক, পারস্পরিক সম্পর্ক করতে চাই।
বৃহস্প্রতিবার (২০ জুন) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে যৌথসভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর-দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদ্বয়ের মধ্যে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।
ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে আমরা অংশীদারিত্বের ভিত্তিতে সম্পর্ক করছি আমাদের জাতীয় স্বার্থে। এই সম্পর্ক আমাদের জাতীয় স্বার্থ। আমাদের জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে আমরা কারও সঙ্গে সম্পর্ক করিনি।
এক প্রশ্নের জবাবে জিয়াউর রহমান এরশাদ ও খালেদা জিয়ার শাসনামলকে দুঃশাসন হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মিয়ানমারের কিছু অংশ ছাড়া আমাদের চারদিকে প্রতিবেশি দেশ ভারত বেষ্টিত। সমস্যার সমাধান করব আলোচনার টেবিলে। সংশয় অবিশ্বাসের দেয়াল তারা সৃষ্টি করেছে। সে দেয়াল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৬৮ বছরের সীমান্ত সমস্যা, ছিট মহল যে ছিট মহলের সমস্যা পৃথিবীর কোথাও শান্তিপূর্ণভাবে হয়নি আমাদের এখানে হয়েছে। এটা কেন? হয়েছে এ কারণে আমরা আমাদের সম্পর্ক ভালো রাখতে চাই। সম্পর্ক বন্ধুত্বপূর্ণ থাকলে, আলোচনার সুযোগ থাকলে আলোচনা টেবিলেই সকল সমস্যার সমাধান আমরা করতে পারি। কিন্তু বৈরিতা যেটা জেনারেল জিয়াউর রহমান, আর খালেদা জিয়া তো ভারতে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথা বলতে ভুলেই গিয়েছিলেন। তারা ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে।
এ সময় আওয়ামী লীগের ৭৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হবে। মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বুদ্ধিজীবীদের এই সমাবেশে আমন্ত্রণ জানানো হবে। সমাবেশে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার ২১ জুন বেলা ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটের সামনে থেকে বর্ণাঢ্য শোভা যাত্রা অনুষ্ঠিত হবে। বর্ণাঢ্য শোভাযাত্রাটি ধানমন্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণের সামনের রাস্তায় গিয়ে শেষ হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ শে জুন টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য জাহাঙ্গীর কোবির নানক, শাজাহান খান, ডাক্তার মোস্তাফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাসিম প্রমুখ।