× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকার কালো টাকার বাজেট দিয়েছে : মির্জা ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুন ২০২৪ ২০:৩৩ পিএম

আপডেট : ০৭ জুন ২০২৪ ২০:৫০ পিএম

ডিআরইউতে এক অনুষ্ঠানে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ডিআরইউতে এক অনুষ্ঠানে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকার ২০২৪-২৫ অর্থবছরের জন্য যে বাজেট প্রস্তাব করেছে, সেটি ‘কালো টাকার’ বলে আখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, ‘এই বাজেট হচ্ছে কালো টাকার বাজেট। কালো টাকা কী করে সাদা করা যায়, কী করে দুর্নীতি আরও বেশি করে করা যাবে, তার বাজেট।’

শুক্রবার (৭ জুন) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ‘শহীদ জিয়াউর রহমানের গৃহীত কর্মসূচি ও নীতি : বাংলাদেশের কৃষিবিপ্লব ও পল্লী উন্নয়নের মূল ভিত্তি’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সোনালী দল।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেটে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।

প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘মূলধনী যন্ত্রপাতির ওপর কর বাড়ানো হয়েছে। এর অর্থ হচ্ছে– এখানে যেন শিল্পকারখানা না হয়, যন্ত্রপাতি যাতে আমদানি করতে না পারে, কলকারাখানা না হয়।’

মির্জা ফখরুল বলেন, ‘কর্মসংস্থান কোথায়? মানুষ কাজ পায় না। ঢাকায় ছোটখাটো ব্যবসায়ী-বাণিজ্য করা লোক, চাকরিজীবীরা গ্রামে চলে যাচ্ছে। গ্রামে গিয়েও লাভ নেই, কাজ নেই। একটা ভয়াবহ অবস্থা।’

তিনি বলেন, ‘একজন বলেছে– কৃষিবিপ্লব, শিল্পবিপ্লব…। এসব বলে কোনো লাভ হবে না। এই দানব, মনস্টার সরকারকে সরানো না পর্যন্ত সাধারণ মানুষের পকেটে টাকা আসবে না। এই সরকার মিথ্যার ওপর টিকে আছে। সব পরিসংখ্যান মিথ্যা, বানানো, তৈরি করা।’ 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সোনালী দলের অধ্যাপক গোলাম হাফিজ কেনেডির সভাপতিত্বে ও অধ্যাপক আবুল কালাম আজাদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, এবিএম ওবায়দুল ইসলাম, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরীসহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা