প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৪ ২১:১৫ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৪ ২২:০২ পিএম
আগামী দিনের কর্মপরিকল্পনা ঠিক করতে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা বৈঠকে বসতে যাচ্ছেন মঙ্গলবার। বেলা ১১টায় রাজধানীর ইস্কাটনে ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, গত ২৩ মে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠকের ধারাবাহিকতায় জোটের মুখপাত্র আমির হোসেন আমুর বাসায় বৈঠকটি হতে যাচ্ছে। এখানে আগামী দিনের জোটের কর্মসূচি ঠিক করার পাশাপাশি আসন্ন বাজেট নিয়ে আলোচনা হবে বলে জানান ১৪ দলের একাধিক নেতা। বৈঠক থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজেটে পদক্ষেপ নেওয়ার বিষয়ে পরামর্শ দেওয়া হবে।
এ বিষয়ে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বৈঠকে আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হবে। এ ছাড়া আসন্ন বাজেট নিয়েও জোটের নেতারা কথা বলবেন। বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজেটে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় তার একটি পরামর্শ দেওয়া হবে বৈঠক থেকে।
গত ২৩ মে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৪–দলীয় জোটের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।