× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানুষের নাগালের বাইরে ক্রয়ক্ষমতা : গয়েশ্বর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৪ ১৯:১৩ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৪ ১৯:৫৩ পিএম

নয়াপল্টনে ছাত্রদল আয়োজিত মানববন্ধনে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রবা ফটো

নয়াপল্টনে ছাত্রদল আয়োজিত মানববন্ধনে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রবা ফটো

পণ্যের দাম বাড়ার কারণে দেশের মানুষের নাগালের বাইরে ক্রয়ক্ষমতা চলে গেছে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি অভিযোগ করেছেন– ভর্তুকির নামে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এর সঙ্গে আছে আওয়ামী লীগের চাঁদাবাজি। এসবের প্রভাব পড়েছে নিত্যপণ্যের দামে। মানুষ কষ্টে আছে। সরকার অর্থঅপচয় করে একেক সময় একেকটা ঘটনা ঘটাচ্ছে।

সোমবার (৩ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর দক্ষিণ ছাত্রদল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

বিএনপির মূল লক্ষ্য বর্তমান সরকারকে সরানো জানিয়ে গয়েশ্বর বলেন, ‘আওয়ামী লীগ নেতারা বলেন– বিএনপি ক্ষমতায় এলে এক দিনে দুই লাখ লোক মারা যাবে। আমি বলছি– আওয়ামী লীগের একজন লোকও মারা যাবে না। বিএনপি খুন, হামলার রাজনীতি করে না। কেউ অপরাধ করলে আইন অনুযায়ী বিচার হবে।’ 

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন চলবে উল্লেখ করে তিনি বলেন, ‘১৬ বছর ধরে কষ্ট করছেন, আর কিছু দিন কষ্ট করতে হবে। এই আন্দোলন সফল হওয়া মানে গণতন্ত্র ফিরে পাওয়া, বাংলাদেশকে ফিরে পাওয়া। তাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে।’  

জনগণের ভোটে এখন জনপ্রতিনিধি নির্বাচিত হয় না বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, ‘এখন জনপ্রতিনিধি নির্বাচিত করে পুলিশ ও কিছু এজেন্সি। এটা কি তাদের কাজ? তাদের কাজ কি গুমে সহযোগিতা করা, দাগি আসামিকে সীমান্ত পার করে দেওয়া? অবশ্যই না।’

সরকারের নুন আনতে পান্তা ফুরায় বলে মন্তব্য করে তিনি বলেন, ‘দেশের অবস্থা ভালো না। সরকার একটি ঘটনার পর আরেকটি ঘটনাকে সামনে আনে। একেকটি ঘটনা ঘটিয়ে নাটক সৃষ্টি করে। তাদের দুর্বলতা ঢাকার জন্য। এই নিয়ে যদি আমরা ব্যস্ত থাকি, তাহলে কপালে হাত দেওয়া ছাড়া কোনো উপায় নেই।’

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু ও তার পরিবারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারসহ গণমাধ্যমে দুর্নীতির নানা খবর প্রকাশ হয়েছে উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘এই বাচ্চুর একটা… ছিঁড়তে পারেনি দুদক, কেন গ্রেপ্তার করতে পারেনি?’

মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইশরাক হোসেনের মুক্তির দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল শিকদারের সভাপতিত্বে আর বক্তব্য দেন, বিএনপি নেতা আবদুস সালাম, শামসুর রহমান শিমুল বিশ্বাস, রফিকুল আলম মজনু, নবীউল্লাহ নবী, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা