প্রবা
প্রকাশ : ২০ মে ২০২৪ ১২:২৪ পিএম
আপডেট : ২০ মে ২০২৪ ১২:৪৩ পিএম
মধুমাস জ্যৈষ্ঠ্যে ফলে ভরপুর হয়ে উঠেছে রাজধানীর ফলের দোকান। বেশিরভাগ মানুষই রসালো ফল কিনছে। । এ মাসে নানা রঙের নানা স্বাদের হরেক রকমের পুষ্টিগুণে ভরপুর ফল আসে বাজারে। ফলগুলো দেখতে যেমন সুন্দর খেতেও অত্যন্ত সুস্বাদু। তাই তো রসালো শাঁসালো হরেকরকম ফলের ডালি নিয়ে হাজির হয় বলে জ্যৈষ্ঠের আরেক নাম মধুমাস। এ মাসে বাজারে পাওয়া যায় রসালো লিচু, আনারস, আম, কাঁঠাল, তালের শাঁস, জামরুল ইত্যাদি। সোমবার (২০ মে) পল্টন ফল মার্কেট থেকে তোলা। ছবি : ফোকাস বাংলা