আলী হোসেন মিন্টু
প্রকাশ : ০১ মে ২০২৪ ১৬:৫০ পিএম
মহান মে দিবসে ন্যায্য অধিকার আদায়সহ বিভিন্ন দাবিতে রাজপথে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন শ্রমিক সংগঠন। সংগঠনগুলোর র্যালি ও মিছিলসহ নানান স্লোগানে মুখরিত জাতীয় প্রেস ক্লাব চত্বর।
বুধবার (১ মে) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাব ও এর আশপাশের বিভিন্ন সড়কে বিভিন্ন সংগঠনকে কর্মসূচি পালন করতে দেখা গেছে।