× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেলায় জেলায় বিশেষ প্রার্থনা, মোনাজাতে বৃষ্টির জন্য ফরিয়াদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪ ১৭:৩৬ পিএম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪ ০০:০৪ এএম

তীব্র দাবদাহ, প্রখর রোদ আর অসহনীয় গরমে অতিষ্ঠ জনজীবন। এ দাবদাহ থেকে পরিত্রাণের আশায় বিভিন্ন স্থানে আল্লাহর কাছে পানাহ চেয়ে ইসতিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে বিশেষ মোনাজাতে বৃষ্টি চেয়ে ফরিয়াদ করেন তারা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দেশের অন্তত ৩০টি স্থানে এই বিশেষ নামাজ ও দোয়া হয়েছে। এর মধ্যে শ্রীপুর (মাগুরা), ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ), খানসামা (দিনাজপুর), টাঙ্গাইল, সরিষাবাড়ী (জামালপুর), দিনাজপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ভোলা, ঠাকুরগাঁও, বেড়া, সাঁথিয়া (পাবনা) থেকে তথ্য ও ছবি এসেছে প্রতিদিনের বাংলাদেশের হাতে। 

সকাল ১০ টার দিকে দিনাজপুর খানসামা উপজেলার আংগারপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টির জন্য নামাজ ও মোনাজাত করা হয়েছে। নামাজ ও দোয়া পরিচালনা করেন সাজাপুর জামে মসজিদের খতিব মাওলানা মো. আনিছুর রহমান।

সকাল ১০ টার দিকে দিনাজপুর খানসামা উপজেলার আংগারপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টির জন্য নামাজ ও মোনাজাত করা হয়েছে। নামাজ ও দোয়া পরিচালনা করেন সাজাপুর জামে মসজিদের খতিব মাওলানা মো. আনিছুর রহমান।

সকাল ৯ টার দিকে মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া এস আই সিনিয়র মাদ্রাসা মাঠে নামাজ ও বিশেষ দোয়া  অনুষ্ঠিত হয়। নামাজ পরিচালনা করেন শ্রীপুর উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমান। নামাজের আগে বিশেষ আলোচনা করেন খামারপাড়া বাজার জামে মসজিদের আবুল হাসান ও শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী।

সকাল ৯ টার দিকে মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া এস আই সিনিয়র মাদ্রাসা মাঠে নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। নামাজ পরিচালনা করেন শ্রীপুর উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমান। নামাজের আগে বিশেষ আলোচনা করেন খামারপাড়া বাজার জামে মসজিদের আবুল হাসান ও শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নে সকাল ১০ টার দিকে জাটিয়া উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বৃষ্টির জন্য নামাজ হয়েছে। নামাজে ইমামতি করেছেন মাওলানা মো. আব্দুল জলিল।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নে সকাল ১০ টার দিকে জাটিয়া উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বৃষ্টির জন্য নামাজ হয়েছে। নামাজে ইমামতি করেছেন মাওলানা মো. আব্দুল জলিল।

টাঙ্গাইল পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের উদ্যোগে নামাজ আদায় করা হয়েছে। নামাজে ইমামতি করেন শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের খতিব ও জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

টাঙ্গাইল পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের উদ্যোগে নামাজ আদায় করা হয়েছে। নামাজে ইমামতি করেন শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের খতিব ও জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আরামনগর বায়তুল ফালাহ মসজিদ কমিটির আয়োজনে মসজিদ ময়দানে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ ও দোয়া পরিচালনা করেন আরামনগর বায়তুল ফালাহ মসজিদের খতিব হাসানুজ্জামান বিন আবুল কালাম আজাদ।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আরামনগর বায়তুল ফালাহ মসজিদ কমিটির আয়োজনে মসজিদ ময়দানে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ ও দোয়া পরিচালনা করেন আরামনগর বায়তুল ফালাহ মসজিদের খতিব হাসানুজ্জামান বিন আবুল কালাম আজাদ।

দিনাজপুর শহরের লালবাগ শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে বৃষ্টির জন্য বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজে ইমামতি করেন দিনাজপুর স্টেশন আহলে হাদিস জামে মসজিদের খতিব মাওলানা মো. আবু বক্কর সিদ্দিক।

দিনাজপুর শহরের লালবাগ শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে বৃষ্টির জন্য বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজে ইমামতি করেন দিনাজপুর স্টেশন আহলে হাদিস জামে মসজিদের খতিব মাওলানা মো. আবু বক্কর সিদ্দিক।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছে মুসল্লিরা। নামাজে ইমামতি করেন বাজিতপুর থানা মসজিদের সাবেক খতিব মাওলানা আমিনুল ইসলাম জালালী।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছে মুসল্লিরা। নামাজে ইমামতি করেন বাজিতপুর থানা মসজিদের সাবেক খতিব মাওলানা আমিনুল ইসলাম জালালী।

ভোলার শহরের বাংলাস্কুল মাঠে ও সদরের মৌলভীরহাট মাদ্রাসা মাঠে সকালে পৃথকভাবে ইসতিসকার নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়। বাংলাস্কুল মাঠে নামাজের ইমামতি করেন মাওলানা মো. রফিকুল ইসলাম ও মৌলভীরহাট মাদ্রাসার মাঠে নামাজের ইমামতি করেন মাওলানা রিয়াজ উদ্দিন।

ভোলার শহরের বাংলাস্কুল মাঠে ও সদরের মৌলভীরহাট মাদ্রাসা মাঠে সকালে পৃথকভাবে ইসতিসকার নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়। বাংলাস্কুল মাঠে নামাজের ইমামতি করেন মাওলানা মো. রফিকুল ইসলাম ও মৌলভীরহাট মাদ্রাসার মাঠে নামাজের ইমামতি করেন মাওলানা রিয়াজ উদ্দিন।

ঠাকুরগাঁও পৌরশহরের মাদ্রাসা পাড়া ঈদগাহ মাঠে বৃষ্টির  জন্য বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজে ইমামতি করেন সালান্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম ত্ব-হা। নামাজ শেষে মোনাজাত করেন মাদ্রসাটির সাবেক অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম।

ঠাকুরগাঁও পৌরশহরের মাদ্রাসা পাড়া ঈদগাহ মাঠে বৃষ্টির জন্য বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজে ইমামতি করেন সালান্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম ত্ব-হা। নামাজ শেষে মোনাজাত করেন মাদ্রসাটির সাবেক অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম।

পাবনার বেড়া পৌর এলাকায় সান্যালপাড়া ঈদগাহ মাঠে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজ পড়ান সান্যালপাড়া মসজিদের পেশ ইমাম হাফেজ মো. মনিরুল ইসলাম।

পাবনার বেড়া পৌর এলাকায় সান্যালপাড়া ঈদগাহ মাঠে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজ পড়ান সান্যালপাড়া মসজিদের পেশ ইমাম হাফেজ মো. মনিরুল ইসলাম।

গোপালগঞ্জ শহরের পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেন মুসল্লিরা।

গোপালগঞ্জ শহরের পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেন মুসল্লিরা।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক কারুল সুরিচালা জিসকার লাল মাঠে বেলা ১১টার দিকে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন কারুল সুরিচালা জামে মসজিদের ইমাম ও খতিব মো. আলহাজ আব্দুল আওয়াল।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক কারুল সুরিচালা জিসকার লাল মাঠে বেলা ১১টার দিকে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন কারুল সুরিচালা জামে মসজিদের ইমাম ও খতিব মো. আলহাজ আব্দুল আওয়াল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা