আরিফুল আমিন
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২৪ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩৪ পিএম
দখল ও দূষণে ভাগাড়ে পরিণত হয়েছে ঝিলপাড় খাল। বোঝার উপায় নেই এটি একটি খাল। প্লাস্টিক-পলিথিনের পুরু আস্তরণের ওপর অনায়াসে বিচরণ করে পশুপাখি। পানি নিষ্কাশন হতে না পারায় খালটি মৃতপ্রায়। ছবিগুলো রাজধানীর পল্লবীর ঝিলপাড় খালের।