আরিফুল আমিন
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৩৫ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৩৯ পিএম
বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমার শেষ পর্ব। রবিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১৭ থেকে ১১টা ৪৩ মিনিট পর্যন্ত মোট ২৬ মিনিট চলে আখেরি মোনাজাত। মাওলানা সাদের বড় ছেলে ইউসুফ বিন সাদ কান্ধলভি মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশ ও মানুষের কল্যাণ কামনা করেন মুসল্লিরা। এ সময় আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গী এলাকা।