আলী হোসেন মিন্টু
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ১৫:৪৬ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ১৬:০৮ পিএম
উলের সুতার দোকান দিয়েছেন জামাল হোসেন
চলছে সুতা গোছগাছের কাজ
কেজি দরে বিক্রি করা হয় এসব রঙবেরঙের সুতা
চলতি পথের মানুষ সুতা দেখেন আগ্রহভরে
উল নিয়ে সাধারণের আগ্রহ বাড়ছে
নানান রঙের সুতার সমাহার জামাল হোসেনের দোকানে
এ সময়ের ভোর ও সন্ধ্যার ঠাণ্ডা আবহাওয়া শীতের আগমনী বার্তা দিচ্ছে। একটা সময় শীত বরণে গ্রাম কিংবা শহরের নারীদের ব্যস্ততার অভাব ছিল না। তাদের হাতে রঙ বেরঙের উলের সুতা দেখা বোঝা যেত শীত আসছে। কালের বিবর্তনে শীতের প্রস্তুতি নিতে নারীদের সেই ব্যস্ততা এখন আর চোখে পড়ে না। তবে অনলাইন প্লাটফর্মে উলের সুতা দিয়ে হাতে বোনা বিভিন্ন ডিজাইনের সোয়েটার, টুপি, কার্পেটসহ নন্দন আসবাবপত্র ও কারুকাজের পণ্য বিক্রি ও তৈরির ভিডিওতে উলের সুতার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) গুলিস্তান মাজার এলাকার দেখা যায়, জামাল হোসেন নামে এক দোকানি ফুটপাতে বিভিন্ন রঙের উল সুতার দোকান দিয়েছেন।