আলী হোসেন মিন্টু
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৫৬ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৪:০৫ পিএম
ধুলায় আস্তরিত যানবাহনগুলোর কোনোটির দরজা নেই, কোনোটির চাকা বসে গেছে, গ্লাস উধাও। আবার কোনোটির শুধু কাঠামো পড়ে আছে। সোহরাওয়ার্দী উদ্যানের পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে প্রাইভেটকার, মাইক্রোবাস, বাস, ট্রাক, পিকআপের মতো যানবাহন। বছরের পর বছর রোদ-বৃষ্টি আর ধুলায় যন্ত্রাংশে মরিচা ধরে ভাঙাড়িতে পরিণত হয়েছে। এসব গাড়িগুলো চোরাই পথে আসা, নিবন্ধনহীন কিংবা মাদক মামলার আলামত হিসেবে জব্দ করা হয়।
পরিত্যক্ত যানবাহনের এখানে এসে আমাদের আলোকচিত্রীর সঙ্গে কথা হয় সোহরাওয়ার্দী উদ্যানের পরিচ্ছন্নকর্মী ফারুক মিয়ার। তিনি জানান, গাড়ি চালানোর ইচ্ছা আর শখের বসে প্রতিদিন একবার হলেও এখানে আসেন তিনি। এখানে এসেই যেকোনো একটা গাড়ির সিটে বসে স্টিয়ারিংয়ে হাত রেখেই গলা ছেড়ে গান ধরেন। দীর্ঘ সময় পার করে আবার ফিরে যান তার নিজ কাজে।