আরিফুল আমিন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১১:০০ এএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫৮ পিএম
সাড়ে ৫ ঘণ্টার মতো আগুনে পুড়েছে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট। গতকাল দিবাগত রাত ৩টা ৫২ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ১৭টি ইউনিটের চেষ্টায় আজ সকাল ৯টা ২৫ মিনিটে তা নিয়ন্ত্রণে আসে। তবে এরই মধ্যে পুড়ে গেছে ৫ শতাধিক দোকান। ফায়ার সার্ভিস জানিয়েছে, মার্কেটের একটি মুদি দোকান থেকেই ভয়াবহ এ আগুনের সূত্রপাত। ঝুঁকিপূর্ণ হলেও মার্কেটটিতে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করেন সেনা, নৌ, বিমান বাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরাও।