আলী হোসেন মিন্টু
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৫:০৩ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৩৭ পিএম
সনাতন ধর্মের প্রবর্তক ও প্রাণপুরুষ মহাবতার পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে ফুল আর বিভিন্ন সামগ্রী দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে ঢাকেশ্বরী মন্দির। প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত।