তারেক হাছান
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ১৪:৫৬ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ১৫:২৬ পিএম
নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামে শুক্রবার দিনভর থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে নগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। দৈনন্দিন কাজ শেষে ঘরে ফেরা লোকজন পড়েছে ভোগান্তিতে। চট্টগ্রামের চকবাজার, শুলকবহর, বাকলিয়া, কাতালগঞ্জ, আগ্রাবাদসহ বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা এবং কোথাও হাঁটুপানি উঠেছে। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে প্রকল্প চলমান থাকায় বেশিরভাগ নালা বন্ধ হয়ে আছে। এ ছাড়া পূর্ণিমার জোয়ারের প্রভাবে সাগরে পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেশি।