এ. এইচ. এম ইবনুল আরাবী
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ১৫:২৬ পিএম
পাখিটির নাম ‘ল্যাঞ্জা রাতচরা’। ইংরেজি নাম Large-tailed Nightjar এটি নিশাচর পাখি হওয়ায় দিনের বেলা মাটিতে বা ঝোপের মধ্যে বসে থাকে, আর রাতে শিকার ধরে। এমন ভাবে আশেপাশের পাতা বা ঝোপের সাথে নিজেকে মিশিয়ে রাখে যে একে খুঁজে বের করা যুদ্ধ জয় করা থেকেও বেশি কঠিন। সম্প্রতি জাতীয় উদ্ভিদ উদ্যান থেকে তোলা।