আবু সাঈদ মো. সরোয়ার
প্রকাশ : ০২ মার্চ ২০২৫ ১৪:৩১ পিএম
দেশের জলাশয়ে শোভা পাচ্ছে পরিযায়ী দেশি মেটেহাঁস। বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায় এই হাঁস। এটি একটি পরিযায়ী হাঁসের প্রজাতি। বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এই প্রজাতি সুরক্ষিত। সাধারণত বড় জলাশয়ে দলবদ্ধভাবে বিচরণকারী এই হাঁস উদ্ভিদের বীজ ও জলজ প্রাণী খেয়ে বেঁচে থাকে। সম্প্রতি রাজবাড়ীতে এদের দেখা মিলেছে।