× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জঙ্গিদের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

ইন্দ্রজিৎ কুমার ঘোষ

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২ ২২:০২ পিএম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২ ২২:০৫ পিএম

আদালত প্রাঙ্গণে পুলিশকে মারধর ও চোখে পিপার স্প্রে মেরে জঙ্গি ছিনিয়ে নেওয়ার মামলায় ১০ জঙ্গির ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত রিমান্ডের এ আদেশ দেন।

কড়া নিরাপত্তায় জঙ্গিদের আদালতে হাজির করা হয়।


মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক মুহাম্মদ আবুল কালাম আজাদ আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

গত ২০ নভেম্বর দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে মেরে প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীমকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় রাতে ২০ জঙ্গিকে আসামি করে মামলা করেন পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ। রাতেই ১০ জঙ্গির ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।  

জঙ্গিদের ডাণ্ডাবেড়ি পরিয়ে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।

জঙ্গিদের ডাণ্ডাবেড়ি পরিয়ে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।

আদালত জঙ্গিদের রিমান্ড মঞ্জুরের পর কড়া নিরাপত্তায় আদালত থেকে নিয়ে যাওয়া হচ্ছে।

আদালত জঙ্গিদের রিমান্ড মঞ্জুরের পর কড়া নিরাপত্তায় আদালত থেকে নিয়ে যাওয়া হচ্ছে।

সিএমএম আদালতের গারদখানার সামনে নিরাপত্তা জোরদার।

সিএমএম আদালতের গারদখানার সামনে নিরাপত্তা জোরদার।

আদালতের সামনে সোয়াট টিমের কড়া নিরাপত্তা।

আদালতের সামনে সোয়াট টিমের কড়া নিরাপত্তা।

জঙ্গিদের ডাণ্ডাবেড়ি পরিয়ে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।

জঙ্গিদের ডাণ্ডাবেড়ি পরিয়ে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।

জঙ্গিদের ডাণ্ডাবেড়ি পরিয়ে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।

জঙ্গিদের ডাণ্ডাবেড়ি পরিয়ে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।

আদালত জঙ্গিদের রিমান্ড মঞ্জুরের পর কড়া নিরাপত্তায় আদালত থেকে নিয়ে যাওয়া হচ্ছে।

আদালত জঙ্গিদের রিমান্ড মঞ্জুরের পর কড়া নিরাপত্তায় আদালত থেকে নিয়ে যাওয়া হচ্ছে।

জঙ্গিদের ডাণ্ডাবেড়ি পরিয়ে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।

জঙ্গিদের ডাণ্ডাবেড়ি পরিয়ে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা