আরিফুল আমিন
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৭ পিএম
সাভারের গোলাপ গ্রামে এখন ফুলের মৌসুমের রঙ ছড়াচ্ছে। বসন্ত ও ভালোবাসা দিবসকে সামনে রেখে চাষিরা গোলাপ তুলতে ও বিক্রি করতে ব্যস্ত সময় পার করছেন। বাজারে গোলাপের চাহিদা ও দাম দুটোই বেড়েছে, যা চাষিদের মুখে হাসি ফুটিয়েছে। শ্যামপুর, মৈস্তাপাড়া, সাদুল্লাপুর, বাগনীবাড়ি, ভবানীপুর ও বিরুলিয়াসহ সাভারের কয়েকটি গ্রাম মিলে গড়ে উঠেছে 'গোলাপরাজ্য'। বুধবার (৫ ফেব্রুয়ারি) তোলা।