আলী হোসেন মিন্টু
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ১৩:০৮ পিএম
‘জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশের নির্মাণ’—এই স্লোগানকে কেন্দ্র করে এবারের অমর একুশে গ্রন্থমেলায় আবু সাঈদ ও মুগ্ধসহ ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের স্মৃতিকে তুলে ধরা হয়েছে। অমর একুশে গ্রন্থমেলা ২০২৫-এর উদ্বোধনের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রকাশক, লেখক ও পাঠকদের মিলনমেলায় স্টল সাজানো, বই প্রকাশ ও অন্যান্য আয়োজন চূড়ান্ত করা হচ্ছে। মেলার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এবারও পাঠকদের জন্য থাকছে নতুন বইয়ের সমারোহ ও নানা আয়োজন। বুধবার (২৯ জানুয়ারি) তোলা।