সুফল চাকমা
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১৪:৪৪ পিএম
বান্দরবান জেলা শহরের পাশ দিয়ে বয়ে চলা সাঙ্গু নদী এ জেলার জীবন-জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পাহাড়ি জনপদের যোগাযোগের অন্যতম মাধ্যম এ নদী। পাহাড়ের পাদদেশে বয়ে চলা সাঙ্গু নদী যেন প্রকৃতি আপন রূপের পসরা সাজিয়ে রেখেছে। পাহাড়ের ভাঁজে ভাঁজে সবুজ অরণ্যে মন হারিয়ে যায় নিজের অজান্তেই। বাংলাদেশের বেশিরভাগ নদী উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। কিন্তু সাঙ্গু নদী বান্দরবানের দক্ষিণাঞ্চলে সৃষ্টি হয়ে উত্তর দিকে প্রবাহিত হয়ে পশ্চিমে বাঁক নিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। সম্প্রতি তোলা।