আরিফুল আমিন
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫ ১১:২৬ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫ ১১:৪১ এএম
যমুনা তীরবর্তী সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম ছালাভরা। এ গ্রামের অধিকাংশ বাসিন্দা জীবিকা নির্বাহ করেন কাঠের আসবাব তৈরির মাধ্যমে। কেউ কাঠ কাটেন, কেউ কাঠামো তৈরি করেন, কেউ আবার সেই কাঠামোয় নান্দনিক-শৈল্পিক কারুকার্য ফুটিয়ে তোলেন। দীর্ঘদিন ধরে এ পেশায় জড়িত থাকার কারণে এ গ্রামটি মানুষের মুখে পরিচিতি পেয়েছে ‘ফার্নিচার গ্রাম’ নামে।
নিজেদের উদ্যোগে গত কয়েক বছরে গ্রামের মানুষ গড়ে তুলেছেন ২ শতাধিক ছোটবড় আসবাব কারখানা। এখানে তৈরি হয় আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, খাট, পড়ার টেবিল, সোফাসেটসহ বিভিন্ন ধরনের আসবাব। সাশ্রয়ী মূল্যের জন্য ঢাকা, মুন্সিগঞ্জ, নেত্রকোণা, রংপুর, দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা ছুটে আসেন ছালাভরায়। প্রতিদিন এ গ্রামে অন্তত ১০ লাখ টাকার আসবাব বিক্রি হয়। সম্প্রতি তোলা।