আরিফুল আমিন
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ১৬:১৪ পিএম
বগুড়ার ধুনট উপজেলার পাঁচথুপী গ্রামের ‘টমেটো হাট’ ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। সপ্তাহের দুই দিন সোম ও বৃহস্পতিবার বসে এই হাট যেখানে মিলিত হয় স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা। কৃষকের উৎপাদিত টমেটো এখানে এনে বিক্রি করেন, আর বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা সেগুলো কিনে দেশের বিভিন্ন প্রান্তে পাঠান। প্রতি হাটে প্রায় ৫ হাজার মণ টমেটো বেচাকেনা হয়। ধুনট উপজেলায় চলতি মৌসুমে প্রায় ৫ লাখ মণ টমেটো উৎপাদিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা কৃষকদের জন্য একটি বিশাল সফলতা। এর ফলে তারা সঠিক মূল্যে টমেটো বিক্রি করে লাভবান হচ্ছেন। স্থানীয়ভাবে উৎপাদিত এই উৎকৃষ্ট মানের টমেটো এখন শুধু দেশের বিভিন্ন জায়গায় বিক্রি হয় না, বরং আন্তর্জাতিক বাজারেও রপ্তানি হচ্ছে। সম্প্রতি পাঁচথুপী গ্রামের টমেটো হাট থেকে তোলা।