ফুল কেবল জীবিকার ব্যবস্থা করে না, বরং মানুষের জীবনে সৌন্দর্য এবং আনন্দ জোগায়। ফুল বিক্রেতারা প্রতিদিন বিভিন্ন ধরনের ফুল সংগ্রহ করেন এবং সেগুলো সুন্দরভাবে সাজিয়ে ক্রেতাদের সামনে উপস্থাপন করেন। এ কাজে তাদের পরিশ্রম, ধৈর্য এবং সৃজনশীলতা প্রতিফলিত হয়। তেমনি জীবিকা নির্বাহের জন্য সড়কের পাশে ফুল বিক্রি করছে শিশু-নারী থেকে বিভিন্ন বয়সের মানুষ। প্রতিটি গোলাপ ফুল বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকা। সম্প্রতি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তোলা।