আরিফুল আমিন
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫ ১৫:০৪ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫ ১৫:২৩ পিএম
প্রযুক্তির প্রভাবে বগুড়ার ঐতিহ্যবাহী মৃৎশিল্প ক্রমশ বিলুপ্তির পথে। প্রতিদিন মাটির তৈরি নানান মৃৎশিল্প হারিয়ে যাচ্ছে। প্লাস্টিক, সিরামিক, মেলামাইন, অ্যালুমিনিয়াম পণ্যের ব্যবহার বাড়ায় মাটির তৈজসপত্রের গুরুত্ব কমে গেছে। সেই সঙ্গে মাটি, জ্বালানি এবং অন্যান্য উপকরণের মূল্যবৃদ্ধি এই শিল্পের সঙ্গে যুক্ত পরিবারের দুর্দশা বাড়িয়েছে। সংকট মোকাবিলায় বর্তমানে বগুড়ার দইয়ের হাঁড়ি তৈরিতে টিকে আছে। তবুও তাঁদের জীবন ভালো কাটছে না। মৃৎশিল্পীরা বলেন, দইয়ের পাত্র তৈরি করে কোনোমতে টিকিয়ে রেখেছেন এই প্রাচীন পেশা।