আরিফুল আমিন
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ২১:০৯ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪ ২১:২৪ পিএম
জুলাই ছাত্র-নাগরিক অভ্যুত্থান ফুটিয়ে তুলতে আয়োজন করা হয়েছে ‘জুলাই জাগরণী’ সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজন করেছে ‘জাতীয় নাগরিক কমিটি’। শনিবার (৯ নভেম্বর) বিকাল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই উন্মুক্ত অনুষ্ঠান দেখতে আসেন। অনুষ্ঠানে জুলাই-আগস্টের অভ্যুত্থানকে কেন্দ্র করে গান, আবৃত্তি, কবিতা ও নাটক প্রদর্শন করা হয়। এসবের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নানা বিষয় ফুটিয়ে তোলা হয়।