আলী হোসেন মিন্টু
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৩ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪ পিএম
রবিবার থেকে কার্যকর স্বর্ণের নতুন দামে রেকর্ড সৃস্টি। পাকা ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৯ হাজার ৯শ দুই টাকা দাম নির্ধারণ করা হয়েছে, ২১ ক্যারেট ১ লাখ ২৪ হাজার টাকা, তবে সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ৮৭ হাজার ১৩ টাকা, এর আগের পর্যায় ক্রমে চার দফা দেশের বাজারে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। স্বর্ণের দাম ইতিহাসের সর্বচ্চো চুড়ায় পৌঁছায় তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম, বিভিন্ন ক্যাটাগরিতে ২২ ক্যারেট প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১ শত টাকা, আর সনাতন পদ্ধতিতে ১ হাজার ২ শত টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের পক্ষে বায়তুল মোকাররম শার্মিন জুয়েলার্সের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়।