জাকির হোসেন, বুড়িচং (কুমিল্লা)
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪ ১৭:৪৫ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৪ ১৮:০২ পিএম
পানির প্রবল স্রোতে কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়ায় গোমতী নদীর পূর্বপারে প্রতিরক্ষা বাঁধ ভেঙে যায়। বৃহস্পতিবার (২৩ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে বাঁধ ভেঙে গেলে পানি দ্রুত পাশের পীরযাত্রাপুর, বুড়িচং সদর, বাকশীমুল, রাজাপুর ইউনিয়নের শতাধিক গ্রাম ভোর হওয়ার আগেই প্লাবিত হয়। এ সময় অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়ে। অনেকেই আবার আশ্রয় নিয়েছে স্থানীয় কলেজ-স্কুল-মাদ্রাসাসহ উঁচু ভবনগুলোতে।