প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪ ২০:১৭ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৪ ০০:০৭ এএম
কোটা সংস্কার দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন এখন সরকার পতনের স্লোগানে উত্তাল। রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। হাজার হাজার ছাত্র-ছাত্রীর পদচারণায় শনিবার দুপুরে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে।
বিকাল সাড়ে ৫টার দিকে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগ’-এর এক দফা আনুষ্ঠানিকভাবে শহীদ মিনার থেকে ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে একটি গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের দাবি জানানো হয়েছে।
ছবি : এএফপি, ফোকাস বাংলা