প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৪ ১৫:১২ পিএম
আপডেট : ০৬ মে ২০২৪ ১৫:২৬ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (জাগৃক) কর্মচারী ইউনিয়নের কার্যকরী কমিটির নির্বাচনের ঘোষিত তফসিল ৩০ দিন সময় বাড়িয়ে পুনঃতফসিলের দাবি করেছে সংগঠনের সদস্যরা। এ বিষয়ে তারা শ্রম অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি দিয়েছেন।
সাধারণ কর্মচারীদের পক্ষে সিদ্দিকুর রহমান, মালেকিন নাছির ও হানিফ মিয়াসহ কয়েকজনের স্বাক্ষরিত আবেদনে বলা হয়, একটি বিশেষ মহলের কুমন্ত্রণায় গঠিত নির্বাচন কমিশন তাড়াহুড়া করে গত ২৫ মে নির্বাচনী তফসিল ঘোষণা করে। ওই তফসিল সম্পর্কে সাধারণ সদস্যদের অনেকেই অবগত নন। নির্বাচনী তফসিল সম্পর্কে কমিশন কোনো তথ্য উন্মুক্ত করা হয়নি। একটি বিশেষ মহলকে সুবিধা দিতে গোপনে নির্বাচনী কার্যক্রম সম্পাদন করা হচ্ছে। যাতে অনেকেই মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার বিষয়ে অবগত হতে পারেনি। এই অবস্থায় সিবিএর কার্যকরী কমিটির নির্বাচনের সময় ৩০ দিন বাড়িয়ে পুনঃতফসিল ঘোষণার আবেদন জানানো হয়।
অভিযোগকারীদের দাবি নির্বাচনে অংশ না নিতে তাদের অনেককেই ভয়-ভীতি দেখিয়ে ঢাকার বাইরে হয়রানিমূলক বদলি করা হয়েছে। গত মার্চ মাসে স্থায়ী হওয়া ৪৩ জন্য হকারিকে ভোটার তালিকায় নাম রাখা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে জাগৃক কর্মচারী ইউনিয়ন নির্বাচনের নির্বাচন কমিশনার ও জাগৃকের আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণা হয়েছে। শ্রম অধিদপ্তরে কিছু সদস্য আবেদন করেছেন। তাদের কোনো নির্দেশনা আমার কাছে আসেনি।’