× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি সই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪ ২৩:০৭ পিএম

বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে গ্রামীণফোনের একটি চুক্তি সই হয়েছে। প্রবা ফটো

বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে গ্রামীণফোনের একটি চুক্তি সই হয়েছে। প্রবা ফটো

বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের (বইপড়া কার্যক্রম) মহানগরকেন্দ্রিক পুরস্কার বিতরণ উৎসবে সহযোগীতা করবে মোবাইল সেবা দানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন।

এ উপলক্ষে রবিবার (২১ এপ্রিল) জিপি হাউজ, বসুন্ধরায় গ্রামীণফোন ও বিশ্বসাহিত্য কেন্দ্রের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বিশ্বসাহিত্য কেন্দ্রের পক্ষে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এবং গ্রামীণফোনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান এই চুক্তিতে স্বাক্ষর করেন।

আগামী ৪ মে চট্টগ্রাম মহানগরের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শুরু হবে এই উৎসব। এরপর ধারাবাহিকভাবে ১০ মে বরিশাল, ১৭-১৮ মে ঢাকা, ২৫ মে রাজশাহী এবং ৩১ মে খুলনা মহানগরের পুরস্কার বিতরণ উৎসব আয়োজন করা হবে। এই পাঁচটি মহানগরের পুরস্কার বিতরণ উৎসবে বিভিন্ন স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রায় ২০ হাজার শিক্ষার্থী বইপড়ার কৃতিত্বের জন্য স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন ও সেরাপাঠক ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করবে। চুক্তি অনুযায়ী এসব পুরস্কার বিতরণ উৎসবের আয়োজন এবং উৎসবে পুরস্কারপ্রাপ্ত বিজয়ীদের পুরস্কারের বই প্রদান করবে গ্রামীণফোন। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘গ্রামীণফোনের ২০০৪ সাল থেকে ধারাবাহিক সহযোগিতা করে আসছে। এই সহযোগিতার ফলে দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম (বইপড়া কার্যক্রম) এর ব্যাপ্তি ও ছাত্রছাত্রীদের মধ্যে বইপড়ার আগ্রহ অনেক বেড়েছে; তেমনি সর্বসাধারণের কাছে গ্রামীণফোনের জনকল্যাণধর্মী ভাবমূর্তিও প্রতীয়মান হয়েছে। আমরা প্রত্যাশা করছি এই সহযোগিতা অব্যাহতভাবে চলবে।’

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, ‘ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সমাজের স্বার্থে পরিবেশ, সমাজ ও সুশাসন (ইএসজি) নিয়ে কাজ করছে গ্রামীণফোন। এর আওতায় তরুণদের দক্ষতা বৃদ্ধি আমাদের অন্যতম লক্ষ্য। অন্যদিকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এবং মননশীল সমাজ গঠনে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে বিশ্বসাহিত্য কেন্দ্র। সেই উদ্যোগের অংশ হিসেবে আজকের এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। যার সঙ্গে গত ২০ বছর ধরে সম্পৃক্ত রয়েছে গ্রামীণফোন। এমন একটি পদক্ষেপের সঙ্গে থাকতে পেরে আমরা গর্বিত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা