× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিহ্যাব নির্বাচনে জয়ী আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ২২:০৬ পিএম

রিহ্যাব দ্বিবার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ। ছবি : সংগৃহীত

রিহ্যাব দ্বিবার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ। ছবি : সংগৃহীত

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- রিহ্যাবের পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইন্সটিটিউশনে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলে। ঢাকা ও চট্টগ্রাম মিলে ২৯টি পরিচালক পদের বিপরীতে  ২৫টি পদে জয় পায় ব্যবসায়ী ঐক্য পরিষদ 

৪৭৬ জন ভোটারের মধ্যে ৪০৯ জন ভোটার ভোট দিয়েছেন। যা মোট ভোটারের প্রায় ৮৬ শতাংশ। নির্বাচনে ঢাকার ২৯ পরিচালক পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৮৬ জন এবং চট্টগ্রামের তিনটি পরিচালক পদের বিপরীতে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনের ফলাফলে দেখা গেছে, জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুজ্জামান সর্বোচ্চ ২৪৮টি ভোট পেয়েছেন। এছাড়া বিটিআইয়ের উপদেষ্টা আরশি হায়দার এবং হামিদ রিয়েল এস্টেট এর ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাবুল হামিদ অপু, ব্রিক ওয়ার্কস লিমিটেড এর চেয়ারম্যান লিয়াকত আলী ভূঁইয়া জয়লাভ করেছেন।

নির্বাচন পরিচালনা করেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সিচিব ও র‌্যাহব নির্বাচন ২০২৪-২৬ এর প্রিজাইডিং অফিসার তানিয়া ইসলাম। তাছাড়া সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন, উপ-সচিব সন্দ্বীপ কুমার সরকার ও মন্ত্রণালয়ের উপনিয়ন্ত্রক মো. রিফাত হাসান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা