× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাটিয়াল মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগার

শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৩:৩২ পিএম

অর্ধশতাধিক শীতার্ত মানুষকে কম্বল উপহার দেয়া হয়

অর্ধশতাধিক শীতার্ত মানুষকে কম্বল উপহার দেয়া হয়

ভাটিয়াল মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগারের উদ্যোগে কোস্টাল ক্যারিয়ার্স লিমিটেডের সহযোগিতায় বিলোনিয়ায় গত রোববার অর্ধশতাধিক শীতার্ত মানুষকে কম্বল উপহার দেয়া হয়েছে।

ফেনী জেলার ত্রিপুরা সীমান্তবর্তী এলাকা বিলোনিয়ায় অবস্থিত ভাটিয়াল মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে প্রধান অতিথি পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী সাজেলের হাত দিয়ে বিকেলে কম্বলগুলো বিতরণ করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন পরশুরাম উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একরামুল হক চৌধুরী পিয়াস। কম্বল পেয়ে শাপুরিয়া রঞ্জিত নাথ বলেন, ‘এই শীতেও কম্বল হাই আন্ডা অনেক খুশি হইছি। হতি বছর এই পাঠাগার ইয়ানতুন গরীব মানুষগোরে সহায়তা করে বলে ভালা লাগে।’

উল্লেখ্য, গত শুক্রবার (১৫ ডিসেম্বর) ৬ বছরে পা রাখে এই পাঠাগার। এ উপলক্ষে আলোচনাসভা ও রাতে কেক কাটার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন, ব্যাংকার ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রাসেল চৌধুরী রাকিব, পরশুরাম পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুল মান্নান লিটন, ভাটিয়াল মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগারের সভাপতি আলমগীর মাসুদ, সাধারণ সম্পাদক হৃদয় চন্দ্র দাসসহ সকল সদস্য। পাঠাগারভিত্তিক শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান, ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতিচর্চার পাশাপাশি সমাজের নানা সমস্যা আর সাধারণ মানুষের পাশে থাকতে ২০১৮ সালের ১৫ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ভাটিয়াল মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগার প্রতিষ্ঠিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা